রাজকূট

সোমবার ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করবে বিএনপি

‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করবে বিএনপি। সেই লক্ষ্যে রাষ্ট্রকাঠামো ও সংবিধানের সার্বিক সংস্কারে ২৭ দফা রূপরেখা তৈরি করেছে দলটি।
আগামীকাল সোমবার(১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এ রূপরেখা ঘোষণা করা হবে।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট জন, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ রূপরেখা ঘোষণা করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন।
সূত্র মতে, এরই মধ্যে সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের পর রাষ্ট্রের সার্বিক সংস্কারের এই রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button