ক্রীড়াঙ্গন
সোমবার দেশে ফিরছেন সাকিব

বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সোমবার (৩১ আগস্ট)। প্রায় ছয় মাস পর ঢাকায় ফিরবেন তিনি।
জুয়াড়ির প্রস্তাবের তথ্য গোপন করার কারণে গত বছরের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো সাকিবকে।কিন্তু এখন নিজেকে নতুন করে তৈরি করছেন তিনি। লঙ্কানদের বিরুদ্ধে মাঠে নামার জন্য প্রস্তুত নিচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এই টাইগার।
জানা গেছে দীর্ঘদিন মাঠে বাইরে থাকা সাকিব ফিটনেস চাঙ্গা করতে লঙ্কানদের বিপক্ষে খেলার আগে বিকেএসপিতে কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে তিন সপ্তাহ অনুশীলন করবেন।
গত মার্চ মাসে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে পাড়ি জমান সাকিব। কিছুদিন আগে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন সাকিব-শিশির।



