বিনোদুনিয়া

সোনালিকে খুন করা হয়েছে, দাবি পরিবারের

‘বিগ বস’ তারকা অভিনেত্রী ও বিজেপি নেত্রী সোনালি ফগতের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেনা পরিবার। তার

এই মৃত্যুকে স্বাভাবিক মনে করছেন না সোনালির বোন। ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, সোনালিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার খাবারে বিষ মেশানো ছিল বলেও দাবি করেন তিনি।
এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের বক্তব্য আজ বুধবার ময়নাতদন্ত হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ।
গোয়ায় শুটিংয়ে গিয়ে হঠাৎ মৃত্যু হয় তারকা অভিনেত্রী সোনালির। সহকর্মীদের সঙ্গে সেদিন পার্টিও করছিলেন তিনি। এ সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু বাঁচানো যায়নি তাকে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এ অভিনেত্রী।
পরিবার সূত্রে খবর, সোনালি জানিয়েছিলেন শুটিংয়ের জন্য বাইরে যাচ্ছেন। ২৭ আগস্ট ফিরে আসবেন। কিন্তু ২২ তারিখ হঠাৎই ফোন করে বাড়িতে জানান, খাবার খেয়ে অস্বস্তি বোধ করছেন। তাই তার মৃত্যুকে খুন বলেই মনে করছেন সোনালির পরিবার।

Related Articles

Leave a Reply

Back to top button