অর্থ বাণিজ্য

সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমেছে

সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আজ থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ৬০ হাজার ৩৬১ টাকা।

গতকাল রাতে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য হ্রাসের এই ঘোষণা দেয়া হয়।
মাত্র এক মাস আগেই সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল। বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন,করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে সোনার দাম কমিয়ে দেয়া হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম হ্রাস পাওয়ায় বাংলাদেশেও কমানো হয়েছে বলে জানান তিনি।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫৯ হাজার ১৯৫ টাকা থেকে কমে ৫৮ হাজার ২৮ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার দাম ৫৪ হাজার ১৭৯ টাকা থেকে কমে ৫৩ হাজার ১৩ টাকা হয়েছে।

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকায়, যা এতদিন ৪১ হাজার ৪০৭ টাকা ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button