সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁও উপজেলার বারোদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন, বারোদী ইউনিয়ন পরিষদের সন্মুখ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেল ৪টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. শামসুল ইসলাম ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারোদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল হক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রদীপ কুমার দাস, ঢাকা কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি সগীর আহমেদ।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগকে শক্তিশালী করে আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানিয়ে তার উন্নয়নের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে ভুমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মোয়াজ্জেম হোসেন বলেন, ৭৫- এ জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার পুরো পরিকল্পনা কারী জিয়াউর রহমান, তিনি খুনীদের পুরস্কৃত করেছে, তাদের বিচার যাত না হয় তার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ বিল পাস করিয়ে বিচারের কাজকে বন্ধ করপছেন।
জেনারল জিয়া জাতির সাথে প্রতারণা করেছেন, তিনি বলেছিলেন আমি ব্যারাক থেকে এসেছি ব্যারাকে ফিরে যাবো, কিন্তু তা না করে হ্যা না ভোট দিয়ে ৯৮% ভোট চুরি করে রাষ্ট্রপতি হন। তার বিধবা স্ত্রী আজ দুর্নীতির দায়ে কারাদন্ডপ্রপ্ত আসামী, ছেলে ফাঁসির আসামী, তাই তারা নির্বাচন চায় না। আর একটি ওয়ান এলেভেনের মাধ্যমে তাদের সমস্ত পাপ মোচন করে পুনরায় ক্ষমতা আসার স্বপ্ন দেখছে বলেও জানান স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন।