Leadক্রীড়াঙ্গন
সেমিফাইনাল শুরু আজ, মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার মাঠে নামছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ছয়বার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। কিন্তু এরমধ্যে মাত্র ২ বার পেয়েছে কিউইরা, বাকি চারটি ম্যাচ জিতেছে এশিয়ান পরাশক্তি পাকিস্তান। বিশ্বকাপ ছাড়াও ক্রিকেটের এই ছোটো সংস্করণে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে পাকিস্তান। মোট ২৮ বারের দেখায় পাকিস্তান জয়ে হাসি হেসেছে ১৭ বার, বাকি ১১ জিতেছে নিউজিল্যান্ড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দ্রুপদি লড়াইয়ের অপেক্ষায় পুরো বিশ্ব। কে যাবে ফাইনালে? পাকিস্তান না নিউজিল্যান্ড?
আপাতত জানতে অপেক্ষা করতে হবে ২টায় ম্যাচ শুরু না হওয়া পর্যন্ত।