ক্রীড়াঙ্গন
সেমিফাইনাল ও ফাইনালে ন্যূনতম ১০ ওভারের ইনিংস

বুধবার (৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের খেলা। সেমিফাইনালের ম্যাচ দুটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও অ্যাডিলেড ওভালে। সিডনিতে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। অ্যাডিলেডে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। এ দুই সেমিফাইনালের জয়ী দল ১৩ নভেম্বর খেলবে মেলবোর্নের ফাইনালে।
বিশ্বকাপের এই তিন ম্যাচের জন্য বিশেষ কিছু নিয়ম করেছে আইসিসি। নকআউট ম্যাচের প্রতিটি ইনিংস ন্যূনতম ১০ ওভার খেলতে হবে।
শেষদিকে এসে নকআউট পর্বের তিনটি ম্যাচের নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে আইসিসি। বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হলেও সেমিফাইনাল ম্যাচ ন্যূনতম ১০ ওভার করে খেলতে হবে। যদিও টি২০ ম্যাচে ন্যূনতম পাঁচ ওভার খেলার নিয়ম। অস্ট্রেলিয়ার কন্ডিশন মাথায় রেখে বিশ্বকাপে সেটা ন্যূনতম ১০ ওভারের ইনিংস করা হয়েছে। বৃষ্টির কারণে নির্ধারিত দিনে খেলা না হলে পরের দিন খেলা হবে।
এর পরও সেমিফাইনাল ম্যাচ শেষ করা না গেলে পয়েন্ট টেবিলের শীর্ষ দল যাবে ফাইনালে। সেক্ষেত্রে পাকিস্তানকে বিদায় দিয়ে মেলবোর্নে যাবে নিউজিল্যান্ড। অ্যাডিলেড থেকে ইংল্যান্ডকে টাটা জানিয়ে ভারত খেলবে শিরোপার ম্যাচ। ফাইনাল ম্যাচটিও দুই দিনে শেষ করা না গেলে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।