জাতীয়রাজকূট

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় তৃণমূল বিএনপি, সিইসিকে চিঠি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াসহ তাদের ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশনা জারির আবেদন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে তৃণমূল বিএনপি। সেইসঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে জানাতে সিইসির সঙ্গে সাক্ষাৎকারের জন্য সময় চেয়ে আবেদন করেছে দলটি।

সোমবার (২৫ ডিসেম্বর) তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী ড. তৈমূর আলম খন্দকারের সই করা চিঠিতে এ আবেদন জানানো হয়।

চিঠিতে বলা হয়, এর আগে জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, যাদের দায়িত্ব ছিল মাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করা। ২০১৮ সালের নির্বাচনে সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলরত ছিল এবং ভোটকেন্দ্রে অবস্থান নেয়নি। ফলে ভোটকেন্দ্রের ভেতরের জালিয়াতি এবং জোর করে ভোট ছিনিয়ে নেওয়াসহ কেন্দ্র দখলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সেনাবাহিনী কোনো আইনগত অধিকার পায়নি। তাই, এবারের নির্বাচনকে সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে সেনাবাহিনীকে ম্যাজিসট্রেসি ক্ষমতাসহ ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশনা জারি করা আবশ্যক বলে মনে করছে তৃণমূল বিএনপি।

Related Articles

Leave a Reply

Back to top button