বিনোদুনিয়া

সৃজিত-মিথিলার রহস্যময় পোস্ট

পরীমনি-রাজ-মিম এই ত্রয়ীয় ত্রিমুখী অবস্থানে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। এর আগে আলোচনার তুঙ্গে ছিলো অপু-শাকিব-বুবলি । এবার সৃজিত ও মিথিলার অভিমান পর্ব প্রকাশ নিয়ে রহস্যময় জাল বুনেছে নেটিজেনদের মনে।

জোন বায়েজের লেখা ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা গানের কয়েকটি লাইন হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে পোস্ট করেছেন একটি ছবিও। লাইনে লিখেছেন-

‘এখানে রাগের দরকার নেই, এখানে দোষারোপের প্রয়োজন নেই। এখানে কিছু প্রমাণ করার নেই। সব কিছু একই রয়েছে, সৈকতে শুধুমাত্র একটা গাছ দাঁড়িয়ে রয়েছে…একা। বিদায় অ্যাঞ্জেলিনা। এবার বিদায় নিতে হবে।’

সেখানে দেখা যায় সৈকতে ডালপালাহীন এক গাছে হাত দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন সৃজিত।

mithila.jpg

কিন্তু এমন বিচ্ছেদের গান হঠাৎ করে কেন পোস্ট করলেন সৃজিত? এ নিয়ে তার ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা।

তার পরপরই অভিনেত্রী মিথিলা নিজের ছবিসহ আরেকটি পোস্ট দেন।

যাতে মিথিলা লেখেন, ‘কীভাবে তুমি জানো যে সেই প্রেম সত্যি? কীভাবে জানো সেই প্রেম ন্যায্য? সেই প্রেম আর নেই এটার জানার আগে সেই উত্তর খুঁজতে কতদূর তুমি যেতে পারো?’

সৃজিত-মিথিলা দম্পতির পোস্টগুলো ঘিরে এখন জল্পনা তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Back to top button