আন্তর্জাতিক

সুড়ঙ্গ খুঁড়ে ইসরায়েলের কারাগার থেকে পালানো ২ ফিলিস্তিনি আটক

ইসরায়েলের হাই-সিকিউরিটি গিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালানো ছয় ফিলিস্তিনি বন্দির মধ্যে দু’জনকে আটক করেছে দেশটির পুলিশ। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার (১০ সেপ্টেম্বর) নাজরাথ শহরের কাছ থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মাহমুদ আরাদেহ ও ইয়াকুব কাদেরি।

গত দুই দশকের মধ্যে এই প্রথম ইসরায়েলের কোনো কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের পালানোর মতো বড় ঘটনা ঘটে। এটিকে কারাগারের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা বলছে ইসরায়েলের গণমাধ্যম।

এমনকি যে সুড়ঙ্গ ব্যবহার করে বন্দিরা পালিয়েছেন, সেটির কাছের একটি পর্যবেক্ষণ টাওয়ারে থাকা নিরাপত্তারক্ষী ঘুমিয়ে পড়েছিলেন বলে শোনা যাচ্ছে।

সম্প্রতি ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দি পালিয়ে যেতে সক্ষম হন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা কারাগারের টয়লেটে সুড়ঙ্গ তৈরি করে পালিয়ে যান।

Related Articles

Leave a Reply

Back to top button