বিনোদন

‘সুড়ঙ্গ’র পাইরেসি নিয়ে সন্দেহের তীর হল কর্তৃপক্ষের দিকে

গেল কয়েক বছরে বাংলাদেশের সিনেমা পাইরেসি হচ্ছে না। নানা কৌশলে অবৈধ এই কাজটি বন্ধ করেছে ঢালিউড। কিন্তু রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার বেলায় ঘটলো এমন। দুই বাংলায় সিনেমাটি যখন জনপ্রিয়তার তুঙ্গে, ঠিক তখনই একটি চক্র ছবিটির কপি রেকর্ড করে ছেড়ে দিয়েছে অনলাইনে।
এখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ‘সুড়ঙ্গ’ পাইরেসি হলো কীভাবে? বাংলাদেশে তো পাইরেসি খুব একটা হয় না, এটা নিশ্চয়ই কলকাতার কোনও হল থেকে হয়েছে।
এসব প্রশ্ন আর সন্দেহের খানিক উত্তর মিলেছে ছবিটির সম্পাদক সিমিত রায় অন্তরের অনুসন্ধানে। সাংবাদিকদের তিনি জানান, ছবিটি বাংলাদেশ থেকেই পাইরেসি হয়েছে এবং সেটি সিনেমা হল থেকে।
সিমিত জানান, ‘সুড়ঙ্গ’র পাইরেসি কপি পর্যবেক্ষণ করে যা বুঝলাম, এটা কোনও রেগুলার শো চলাকালীন রেকর্ড করা হয়নি। কারণ ভিডিওতে দর্শকদের কোনও রিঅ্যাকশন সাউন্ড নেই। দর্শকদের হাসির শব্দ নেই, কোনও উচ্চবাচ্য নেই! তার মানে, এটা দর্শকশূন্য হলে রেকর্ড করা হয়েছে। অতএব, এটার সঙ্গে সিনেমা হল কর্তৃপক্ষ জড়িত। একটা ফাঁকা হলে ট্রাইপডে ক্যামেরা সেট করে আড়াই ঘণ্টার সিনেমা রেকর্ড করা তো সম্ভব না, যদি না হল কর্তৃপক্ষ এতে জড়িত না থাকে।’
সিমিতের বক্তব্য স্পষ্ট, ‘যে হল থেকে এই ছবিটি চুরি হলো সেটির সঙ্গে কর্তৃপক্ষ সরাসরি জড়িত। তা না হলে, ফাঁকা হলে পুরো সিনেমা চালিয়ে ভিডিও ধারণ করা অসম্ভব।’
নির্মাতা বলেন, ‘আমরা সব পর্যবেক্ষণ করছি। সহজে বিষয়টি ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কারণ, এই ছবিটির সঙ্গে ইন্ডাস্ট্রির পুনর্জন্মের বিষয় জড়িত। ফলে এটাকে গলাটিপে হত্যা করার মতো ঘটনা সহ্য হবে না। আমরা দেখছি বিষয়টি।’
ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। তার সঙ্গে আছেন তমা মির্জা। ছবিটি দেশের বাজারে দারুণ ব্যবসা করছে এখনও। চলতি সপ্তাহে দেশজুড়ে প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে চলছে এটি। এছাড়া পশ্চিমবঙ্গ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ায়ও ছবিটি প্রদর্শিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button