বিনোদনসাহিত্য ও বিনোদন

সুস্মিতার সঙ্গে বাবার প্রেম নিয়ে কী বললেন ললিতপুত্র

সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে তাঁর বাবার প্রণয়ঘটিত সম্পর্ক প্রসঙ্গে ললিতপুত্র রুচির মোদি বললেন, এটা তাঁর জীবন এবং তাঁর সিদ্ধান্ত।

ললিত এবং তাঁর প্রথম পক্ষের স্ত্রী মিনাল মোদির সন্তান রুচির। ললিত ও মিনালের মেয়ের নাম আলিয়াহ। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৮ সালে প্রয়াত হন মিনাল।

বৃহস্পতিবার (১৪ জুলাই) টুইটারে ললিত মোদি জানান তাঁর এবং সুস্মিতার সম্পর্কের কথা। তিনি লেখেন, সপরিবার মলদ্বীপ, সার্ডিনিয়াসহ বিশ্বসফরের পর সবে ফিরেছি লন্ডনে। অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা না বললেই নয়। অবশেষে জীবনে এক নতুন সূত্রপাত। পরে ললিত সংযোজন করেন তাঁর টুইটে জানান, বিয়ে হয়নি, তবে তাঁরা প্রণয়ের সম্পর্কে রয়েছেন। বিয়েও হবে একদিন।

এ প্রসঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরীও ইনস্টাগ্রামে মেয়েদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন, তিনি আনন্দময় জায়গায় আছেন। বিয়ে হয়নি। আংটি নেই। তাকে আবৃত করে আছে নিঃশর্ত ভালবাসা। এবার জীবন ও কাজে ফিরতে হবে৷ যাঁরা তাঁর সঙ্গে খুশি ভাগ করে নিয়েছেন বরাবর তাঁদের তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। আর যাঁরা সেটা করেননি তাঁদের সেটা মাথাব্যথাও নয় বলে সুস্মিতার মন্তব্য।

প্রসঙ্গত, সুস্মিতার নতুন প্রেমিক ললিত কুমার মোদি ভারতের ধনাঢ্য ব্যবসায়ী। ৫৮ বছর বয়সি এ ব্যবসায়ী আইপিএলের সাবেক চেয়ারম্যান। ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার সময় এর প্রধান ছিলেন ললিত।

এদিকে, ভারতীয় গণমাধ্যমে সুস্মিতার সাবেক প্রেমিক রহমান শোল বলেছেন, ‘তাদের (সুস্মিতা ও ললিত) এখন সুখে থাকতে দিন। ভালোবাসা সবসময়ই সুন্দর। আমি শুধু এতটুকুই জানি, সে যখন কাউকে পছন্দ করেছে, অবশ্যই তিনি তাকে পাওয়ার যোগ্য।’

Related Articles

Leave a Reply

Back to top button