বিনোদন

সুস্থ আছেন পপ তারকা ম্যাডোনা

বিশ্ববিখ্যাত পপ তারকা ম্যাডোনা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তার শরীরে ব্যাপক ব্যাক্টেরিয়ার সংক্রমণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন শোনা যাচ্ছে ‘বাড়িতেই রয়েছেন’ ম্যাডোনা। গতকাল কিছুটা বমির প্রবণতা ছিল। তা এখন আর নেই।

জানা গেছে, গত সপ্তাহ শেষে ম্যাডোনাকে মারাত্মক সংক্রমণের কারণে ভর্তি করা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। এখন তিনি অনেকটা সুস্থ এবং তাকে ছেড়েও দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। অপর এক সূত্রের খবর, গায়িকা ‘এখন অনেকটাই সুস্থ বোধ করছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন’।

আন্তর্জাতিক বিনোদন পত্রিকা ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর পক্ষ থেকে ম্যাডোনার ট্যুর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হয়। গাই ওসেইরি জানান, গত বুধবার, ২৮ জুন, ৬৪ বছর বয়সী ‘এক্সপ্রেস ইওরসেল্ফ’ গায়িকার শরীরে ব্যাক্টেরিয়ার সংক্রমণ ধরা পড়ে। এর ফলে তাকে ‘একাধিক দিন আইসিইউ’তে কাটাতে হয়।

আপাতত ম্যাডোনা অনেকটাই সুস্থ বলে জানা গেছে। তবে সম্পূর্ণ সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত ‘পূর্ব পরিকল্পিত সব কাজ স্থগিত’ রেখেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button