বিনোদন

সুস্থতার দিকে ফারুকী, আইসিইউ থেকে কেবিনে

গত সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এরপর দ্রুতই নির্মাতাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা–নিরীক্ষা করার পর চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান। ফারুকীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। এরপর আপাতত শঙ্কামুক্ত ফারুকী এখন আছেন কেবিনে। তবে কবে বাসায় নেওয়া যাবে সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
হাসপাতালে ফারুকীর সঙ্গে আছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে ফারুকীর। আজ সকালে তিনি আমাদের দেখে হাসি দিয়েছেন। তবে হাসপাতাল থেকে তাকে বাসায় ফেরার বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা হয়নি সবাই দোয়া করুণ। ইনশাআল্লাহ খুব দ্রুত তাকে আমরা কাজে দেখতে পারবো।’
রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন পরিচালক।সেখানে এনজিওগ্রাম করার পর চিকিৎসক জানান, ফারুকীর ব্রেন স্ট্রোক হয়েছে।
ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার ফেইসবুক পেইজে এ খবর শেয়ার করেন। ২০১০ সালে ১৬ জুলাই বিয়ে করেন নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button