সুশান্তের বান্ধবী রিয়া গ্রেফতার, পরদিনই কারাগারে

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার ৮৬ দিন পর গ্রেফতার হলেন তার বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে । একদিন পরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার দেখানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গেল রবিবার ও সোমবার টানা দুদিন রিয়াকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। আজও তাকে এনসিবি কার্যালয়ে তলব করা হয়। জিজ্ঞাসাবাদের কিছুক্ষণ পরই মাদককাণ্ডে তাকে গ্রেফতার দেখায় এনসিবি।
উল্লেখ্য, গেল ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধা করা হয়। শুরুতে মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) এর হাতে উঠে তদন্তভার।
সুশান্তের মৃত্যুর ঘটনায় করা মামলায় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাপ থেকে মাদক সেবনের বিষয়টি সামনে আসে। এরপর রিয়ার মাদককাণ্ড নিয়ে এনসিবি পৃথক তদন্ত শুরু করে।
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তার বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার একদিন পরই তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এই অভিনেত্রীকে কড়া পাহারায় মুম্বাইয়ের বাইকুল্লা জেলে পাঠানো হয়।
গ্রেফতারের পর মঙ্গলবার রাতটি এনসিবি কার্যালয়েই কাটে রিয়া চক্রবর্তীর। বেশি রাত হওয়ায় গতকাল তাকে জেলে পাঠানো হয়নি বলে এনসিবি কর্মকর্তারা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
গতকাল গ্রেফতার হওয়ার পর রিয়া চক্রবর্তী মাদককাণ্ডে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন বলে জানা গেছে। পরে ভার্চুয়াল শুনানিতে একজন ম্যাজিস্ট্রেট রিয়ার জামিন আবেদন বাতিল করে তাকে ১৪ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত রিয়াকে কারগারেই থাকতে হবে। এরমধ্যে তার আইনজীবী জামিন আবেদন করতে পারবেন।



