সুরের মূর্চ্ছনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ছায়ানটের বর্ষবরণ

করোনা ভাইরাসের কারণে টানা দুই বছর পর আবারো রমনা বটমূলে ফিরেছে ছায়ানটের বর্ষবরণ আয়োজন।
এবারের আয়োজনের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘নব আনন্দে জাগো’। সব মলিনতা মুছে নবোদ্যমে মানুষ স্বাভাবিক জীবনে ফিরবে এমন প্রত্যাশা থেকে এবার আয়োজন সাজানো হয়েছে।
৬ টা ১৫ মিনিটে ভোরের আলোয় যন্ত্রবাদন দিয়ে শুরু হয় বরণের অনুষ্ঠান। এরপর সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসংগীত ‘মন, জাগ মঙ্গললোকে’ গানের মধ্য দিয়ে নতুন বঙ্গাব্দ ১৪২৯–কে স্বাগত জানান।
২ ঘন্টার এ আয়োজনে গান, কবিতা আর বাদ্যের তালে পুরো রমনার বটমূলে বেজে ওঠে নতুনের আবাহন। শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন অসংখ্য শ্রোতা।
ছায়ানটের এ আয়োজন ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা, ছেলে-বুড়ো নির্বিশেষে সব মানুষের প্রাণের উৎসব। এটি শুধু বছরের শুরুর দিন নয়, বাঙালিদের কাছে সুদীর্ঘ কালের আপন সাংস্কৃতিক চেতনা ও ঐতিহ্যের স্মারক। আপন জাতিসত্তায় অনুপ্রাণিত উৎস,”
এদিকে দর্শক সারিতে লাল-সাদা শাড়িতে, হাত ভর্তি কাচের চুড়ি আর চুলে তাজা ফুলের মালায় তরুণীরা নিজেদের নতুন রূপে মেলে ধরেছে। তাদের প্রত্যাশা, উৎসবের ধারায় নতুন বছর হবে আরো প্রাণবন্ত ও আনন্দঘন।
তবে এবারের আয়োজনে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। আগের আয়োজনে শিল্পীর সংখ্যা বেশী থাকলেও এবার ৮৫ জন অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশের ঐহিত্যবাহী সংস্কৃতির আলো ছড়ানো সংগঠন ছায়ানট ১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে পয়লা বৈশাখের সূর্যোদয়ের সময় সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। দিনে দিনে সে অনুষ্ঠান এখন বাংলাদেশে বর্ষবরণের ঐতিহ্যে পরিণত হয়েছে। শুধুমাত্র ১৯৭১ সালে বাঙালির মহান মুক্তিযুদ্ধের বছর ছাড়া প্রতিটি পহেলা বৈশাখেই নতুন বছরকে স্বাগত জানানো হয়ে আসছে।
পহেলা বৈশাখ উপলক্ষে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পুরো এলাকার বিভিন্ন পয়েন্টে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এসব এলাকায় সব যানবাহন বন্ধ রয়েছে। পাশাপাশি সোয়াত ও ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে।

পাশাপাশি পুরো চত্বর সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট, সোয়াত, ডগ স্কোয়াডের পাশাপাশি রমনার লেকে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল মোতায়েন থাকবে।



