জেলার খবর

সুনামগঞ্জে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নে কৃষি জমিতে সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে, বাংলাবাজার ইউনিয়নে চিলাই নদী থেকে পল্লীবিদ্যুতের সংযোগের মাধ্যমে পানির পাম্প দিয়ে কৃষি জমিতে সেচ দেয়ার সময় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোঃছাদির মিয়া(৪২)। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উরুরগাও মধ্যপাড়া নিবাসী মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব মিয়ার ছেলে।

খবর পেয়ে নিহতের স্বজন ও গ্রামবাসি গিয়ে বিদ্যুৎ সংযোগটি বন্ধ করে যুবকটিকে উদ্ধার করে স্থানীয় বাংলাবাজারের শাহজালাল মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক যুবকটি মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button