জাতীয়

সুদান থেকে জেদ্দায় বাংলাদেশীদের সরিয়ে নিতে সরকার ৪টি বিমান ভাড়া করছে

সুদান থেকে অবশিষ্ট বাংলাদেশী নাগরিকদের সৌদি আরবের জেদ্দায় সরিয়ে নিতে বাংলাদেশ সরকার নিজস্ব খরচে চারটি ফ্লাইট ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘আমরা আমাদের নিজস্ব অর্থে চারটি বিমান ভাড়া করেছি। পোর্ট সুদান থেকে বাংলাদেশীদের জেদ্দায় পরিবহনের জন্য আমরা সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কোন জাহাজ পাইনি।’

তিনি বলেন, সুদানে অপেক্ষারত বাংলাদেশীদের খাদ্য সরবরাহের জন্য বাংলাদেশ সরকার জেদ্দা মিশনের মাধ্যমে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাঠিয়েছে।

আলম বলেন, চার্টার্ড ফ্লাইটের মধ্যে তিনটি আজ পরিচালনা করা হবে এবং চতুর্থটি আগামীকাল পরিচালনা করা হবে। উদ্ধারকৃত বাংলাদেশীদের জেদ্দা থেকে বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সমন্বিত সহায়তায় তাদেরকে জেদ্দা থেকে ঢাকায় আনার জন্য অভ্যন্তরীণ জরুরি সহায়তা তহবিল থেকে অর্থ দেয়া হয়েছে এবং আইওএম বিমান টিকিটের জন্য সহায়তা করেছে।

গত মঙ্গলবার ১৩৬ জন বাংলাদেশী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।

বাংলাদেশে আসার পর ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড এবং আইওএম থেকে প্রত্যাবর্তনকারীদের খাবার এবং পরিবহন ভাতা প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button