বিনোদুনিয়া
সুখবর দিলেন পরীমণি

সংসার ভাঙার এই দুঃসময়ে শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির।
‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি মুক্তির কথা জানালেন পরী। সোমবার তার ফেসবুকে গানটির একটি পোস্টার শেয়ার করে সেখানে লেখেন- ‘আসছে।’
জানা গেছে, সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটি বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে মঙ্গলবার।
গানটির কথা লিখেছেন প্রয়াত পুলিশ সুপার ও গীতিকার দেওয়ান লালন আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল।
সম্প্রতি বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমণি। রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ তুলে বিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা।