বিনোদনসাহিত্য ও বিনোদন

সুকেশের অপরাধ সম্পর্কে জেনেই সম্পর্কে জড়িয়েছেন জ্যাকুলিন

সুকেশের অপরাধ সম্পর্কে সব জেনেই সম্পর্কে জড়িয়েছেন জ্যাকুলিন, তদন্তে এমন তথ্যই পাওয়া গেছে। ইডির তরফ থেকে বলা হয়েছে, সম্পর্কের ব্যাপারে ‘মিথ্যা গল্প গড়েছেন’ অভিনেত্রী।
এর আগে জ্যাকুলিন দাবি করেছিলেন তিনি সুকেশ চন্দ্রশেখরের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে কিছুই জানতেন না। ইডি বলছে, জ্যাকুলিনের এই বয়ান মিথ্যা।
চার্জশিটে বলা হয়েছে, ‘সুকেশ চন্দ্রশেখরের অপরাধ সম্পর্কে জ্যাকুলিন ভালো করেই জানতেন। লিনা মারিয়া পাল যে সুকেশের স্ত্রী, সেই বিষয়টিও অভিনেত্রীর জানা ছিল।’

আরও বলা হয়েছেন ‘তিনি ইচ্ছাকৃতভাবেই সুকেশের অপরাধের বিষয়টি না জানার ভান করেছেন এবং তার সঙ্গে আর্থিক লেনদেনে জড়িয়েছেন।’

ইডি জানিয়েছে, যেই হেয়ার স্টাইলিস্টের মাধ্যমে সুকেশের সঙ্গে জ্যাকুলিনের পরিচয় হয়, তিনিই অভিনেত্রীকে সব জানিয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে। সব জেনেও জ্যাকুলিন সম্পর্ক এগিয়ে নিয়ে গিয়েছেন এবং সুকেশের দেয়া উপহার ও অর্থ উপভোগ করেছেন।

জ্যাকুলিনকে ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেওয়ার জন্য তলব করেছে দিল্লি পুলিশ। তার ফিক্সড ডিপোজিটসহ সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button