আন্তর্জাতিক

সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

ম্যাগডালেনা অ্যান্ডারসন ইউরোপের দেশ সুইডেনে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। খবর: আল জাজিরার।

বুধবার সুইডেনের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ম্যাগডালিনাকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

৫৪ বছরের ম্যাগডালিনা সুইডেনের ক্ষমতাসীন সোস্যাল ডেমোক্র্যাটিক দলের নেতৃত্বে আসেন চলতি মাসের শুরুতে।

পার্লামেন্টের ১১৭ সদস্য তার পক্ষে ভোট দিয়েছেন। অপরদিকে তার বিপক্ষে ভোট দিয়েছেন ১৭৪ জন। ভোট দেয়া থেকে বিরত থেকেছেন ৫৭ জন।

সুইডেনের আইন অনুযায়ী, একজন প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ট ভোটে নির্বাচিত হওয়ার প্রয়োজন নেই। এর আগে সুইডেনের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ম্যাগডালিনা।

লিঙ্গ সমতার জন্য ইউরোপের দেশ সুইডেন বিশ্বব্যাপী পরিচিত হলেও দেশটি কখনো নারী প্রধানমন্ত্রী দেখেনি।

Related Articles

Leave a Reply

Back to top button