রাজকূট
সীমান্ত আমাদের যথেষ্ট রক্ষিত আছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সীমান্ত যথেষ্ট রক্ষিত আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাসেলস সফরসহ চলমান বিষয়ে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
সীমান্ত অরক্ষিত বলে মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত আমাদের রক্ষিত আছে। তারা (বিজিপি সদস্য) যেহেতু পালিয়ে এসেছে আমরা তাদের আশ্রয় দিয়েছি।
সীমান্ত পরিস্থিতি যেহেতু খারাপ হচ্ছে, সেজন্য প্রতিবেশি দেশের সহযোগিতা চাইব কিনা এবং জাতিসংঘকে যুক্ত করার চিন্তা আছে কিনা জানকে চাইলে তিনি বলেন, যেহেতু দুই দেশের মধ্যে আলোচনা এখনও তৃতীয় পক্ষকে জড়িত করার প্রশ্ন আসেনি।