জাতীয়

সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে ভারতে অনুপ্রবেশ, পরে বিজিবির হাতে আটক

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

অবৈধভাবে সীমান্তের কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করেছে এক যুবক।
পরে খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের মেইন পিলার ১০৫৭ এস এর কাছে এ ঘটনা ঘটে। এই দিন সন্ধ্যায় চোরাকারবারি আটকের বিষয়টি বিজিবির বরাতে নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।

আটক চোরাকারবারি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত জয়নাল হকের ছেলে মোঃ নবাব আলী (৩৫)।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, চোরাকারবারি নবাব কাঁটাতারের বেড়া কেটে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। পরে খবর পেয়ে বিজিবির একটি টহল টিম গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করে নিয়ে আসে।

বিজিবি সুত্র আরও জানায়, আটক চোরাকারবারিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, বিজিবির এক কর্মকর্তা আমাকে ফোনে জানিয়েছেন তারা এক চোরাকারবারিকে আটক করেছেন। তারা আটককৃতকে থানায় নিয়ে আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button