বিনোদন

সিসিইউতে কবীর সুমন

অসুস্থ হয়ে হাসপাতালে ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবীর সুমন। বর্তমানে তিনি কলকাতা মেডিক্যাল কলেজে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন।
সোমবার (২৯ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গানওয়ালা হিসেবে খ্যাত এ সঙ্গীতশিল্পীকে সোমবার দুপুর তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে কলকাতা মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লকে ভর্তি করা হয়েছে।
হাসাপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন এ সঙ্গীতশিল্পী। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। শ্বাসকষ্টের পাশাপাশি হৃদযন্ত্রেরও সমস্যা রয়েছে তার। মেডিসিন এবং হৃদ্‌রোগ (কার্ডিয়োলজি) বিভাগের চিকিৎসকেরা সম্মিলিতভাবে তার চিকিৎসা করছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, কবীরের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন আছে তা জানা যায়নি।
গত বছরের নভেম্বরে শেষ ঢাকায় এসেছিলেন কবীর সুমন। এর আগে ২০২২ সালের অক্টোবরেও ঢাকায় এসেছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button