জাতীয়

সিলেটে ৩ ঘণ্টায় ৫৫ মিমি বৃষ্টি, ডুবছে নতুন এলাকা

আবহাওয়ার পূর্বাভাস বলছিল সিলেট অঞ্চলে মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে বুধবার (১৯ জুন) বিকেল পর্যন্ত ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাসকে সত্যি করে রাত থেকে অবিরাম ঝরছে বৃষ্টি।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার ৬টা পর্যন্ত) ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি ৫৫ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।  এ অবস্থা আরও কয়েকদিন থাকবে।

 

এদিকে টানা বর্ষণে এবং উজানের ঢলে সকাল ৯টা পর্যন্ত সিলেটের ৩টি নদীর পানি ৬ পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সরকারি এ প্রতিষ্ঠানটির তথ্যমতে, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ৯১ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। একই নদীর সিলেট পয়েন্টে পানি বইছে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে।
 
কুশিয়ারা নদীর আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯২ ও শেরপুর পয়েন্টে  বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে পানি বইছে।
 
এছাড়া সারি-গোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে বিপৎসীমার ০.৯ সে.মি সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button