ক্রীড়াঙ্গন

সিলেটে নিউজিল্যান্ড ক্রিকেট দল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে সিলেট পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

আজ বুধবার (২২ নভেম্বর) বিমানের একটি ফ্লাইটে করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা।

বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ অনুশীলন করবে নিউজিল্যান্ড দল। একদিন বিশ্রাম নিয়ে পরের দুই দিন আবারও অনুশীলন করে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে দলটি।

আর বাংলাদেশ দলের অনুশীলন রাখা হয়েছে ২৩ নভেম্বর থেকে। এটি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রথম সিরিজ বাংলাদেশের।

এর আগে, মঙ্গলবার রাতে দুটি ভিন্ন ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন কিউই ক্রিকেটার ও কোচিং স্টাফরা।

Related Articles

Leave a Reply

Back to top button