জাতীয়

সিলেটে কেএফসি-বাটাসহ কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেটে তাওহিদী জনতার মিছিল থেকে অভিজাত খাবারের দোকান কেএফসি ও বাটা জুতার শো-রুমসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, দরগাহ গেইট ও মীরবক্সটুলা এলাকায় এ ঘটনা ঘটে।

কেএফসিতে ইসরায়েলি বিভিন্ন কোম্পানির কোমল পানীয় পণ্য বিক্রির অভিযোগে ব্যাপক ভাঙচুর ও ভেতরে থাকা কোমল পানীয় নষ্ট করা হয়। পরে ভয়ে রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। একই সময়ে জিন্দাবাজার, দরগাহ গেইট এলাকায় বাটা জুতা কোম্পানির শো-রুম, ডোমিনোজ পিৎজা নামক প্রতিষ্ঠান, চৌহাট্টাস্থ আলপাইন রেস্টুরেন্ট, বনফুল এন্ড কোম্পানিসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক।

জানা যায়, সোমবার (৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে গাজায় গণহত্যার প্রতিবাদে একটি মিছিল কেএফসির সামনে দিয়ে যাওয়ার সময় কিছু লোক সেখানে ঢুকে হামলা ও ভাঙচুর শুরু করে। তারা কেএফসির ভেতরে থাকা বিভিন্ন কোমল পানীয় রাস্তায় ফেলে নষ্ট করে। তারা লাঠি দিয়ে গ্লাস ভেঙে ফেলে। একই মিছিলের একটি অংশের লোকজন পাশের সড়কের বাটার শো-রুমে গিয়ে হামলা চালায় এবং সেখানকার গ্লাস ভাঙচুর করে। তাছাড়া পৃথক প্রতিষ্ঠানে ইসরায়েলি পণ্য বিক্রি করা হচ্ছে এমন অভিযোগেও হামলা ও ভাঙচুর করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠান বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না। কেএফসি রেস্টুরেন্ট ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করে। এটি মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনিদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে।

এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কয়টি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে এখন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Back to top button