সিলেটের মৌলভীবাজারে প্রতারণা করে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র
হঠাৎ ধণী হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সিলেটের মৌলভীবাজারের মনুধলাই ভ্যালীর আলীনগর চা বাগানে কিছু অসাধু চা শ্রমিকের সহিত স্থানীয় শমশের নগর, কমলগঞ্জ, মুন্সীবাজার, আদমপুর এবং হাজীপুর ইউনিয়ন এলাকার কিছু যুবকের যোগসাজশে ও ঢাকাসহ বেশ কয়েকটি এলাকার প্রতারকের সিন্ডিকেটের মাধ্যমে চলছে নারী ও শিশু বিদেশ পাঠানোর নামে করছে প্রতারনা।
পুরাতন দিনের কষ্টিপাথর, বিলুপ্ত হয়ে যাওয়া টাকার কয়েন, ব্রিটিশ আমলের তৈরি প্রাচীন পিলার ইত্যাদির লোভ দেখিয়ে দীর্ঘদিন যাবত প্রতারণা করছে একটি চক্র।অনুসন্ধানে বেরিয়ে এসেছে লোমহর্ষক তথ্য। বেকার যুবকদের টার্গেট ওই অসাধু প্রতারক চক্রটির। চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে প্রথমে মগজ ধোলাই তারপর কয়েক ধাপে টাকা নেওয়ার মাধ্যম। ভিটে বাড়ী পর্যন্ত বিক্রি করে দিয়েছে কেউ কেউ এ প্রতারণার শিকার হয়ে। কিন্তু দিন শেষে ফলাফল শূন্য! একটা সময় প্রতিবাদ করতে গেলে দেওয়া হয় বিভিন্ন হুমকি-ধামকি!অনুসন্ধানে জানা যায়, স্থানীয় কিছু নেতাকর্মী ও অসাধু কিছু পুলিশ কর্মকর্তার ছত্রছায়ায় চলছে এ প্রতারনার ব্যবসা। সিন্ডিকেটের সোর্সের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিত্তবান সহজ সরল মানুষদের সল্প সময়ে অধিক লাভের ফাদেঁ ফেলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। চা বাগানটির মন্দির সংলগ্ন বাড়িতেই বিশেষ করে হয় লেনদেন, সম্পর্কিত আলোচনা ও ব্রেন ওয়াশ। এসব প্রতারকের ফাদেঁ পড়ে অনেকেই আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছে। এসব ভুক্তভোগীদের এখন পথে বসার অবস্থা। অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রতারনার অভিযোগের সত্যতার প্রমান মিলেছে।