আন্তর্জাতিক

সিরিয়ায় বাসে সন্ত্রাসী হামলায় নিহত ২৮

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশে বাসে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহত হয়েছেন। বুধবার প্রদেশটির প্রধান সড়কে একটি বাস লক্ষ্য করে সন্ত্রাসীরা ওই হামলা চালায়। এতে ২৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে হামলায় নিহতরা বেসামরিক নাগরিক বলে উল্লেখ করা হয়েছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও আরও কয়েকটি সোর্স জানিয়েছে, ওই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী। সিরিয়ান অবজারভেটরির দাবি, বাসটি সিরিয়ান সেনাদের বহন করছিল। ওই হামলায় সিরিয়ার ৩৭ সেনা নিহত হয়েছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, পরিকল্পিতভাবে বাসে হামলা চালানো হয়েছে। ইসলামিক স্টেটের সদস্যরা ওই হামলা চালিয়েছে। সরকারপন্থি মিলিশিয়া এবং সেনা সদস্যদের বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

রয়টার্সও সোর্সের বরাতে জানিয়েছে, বাসটি সিরিয়ান রাষ্ট্রীয় সেনাদের বহন করছিল। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। প্রাচীন পালমিরা নগরীর কাছে অবস্থিত ওই অঞ্চলে আইএস যোদ্ধা এবং সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর মধ্যে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Back to top button