আন্তর্জাতিক

সিরিয়ায় বোমা হামলা, নিহত ১৫

সিরিয়ার মানবিজ শহরে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনই নারী। সোমবার (০৩ ফেব্রুয়ারি) হামলাটি চালানো হয়।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তুরস্কের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে মানবিজে হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। হামলায় ১৪ জন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার পরিষেবা।

নিহতরা সবাই কৃষি শ্রমিক। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিরিয়ার যুদ্ধের সময় মানবিজ শহরটি বহুবার হাতবদল হয়েছে। ডিসেম্বরে তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর কাছ থেকে এটি দখল করে। যার নেতৃত্বে রয়েছে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button