খেলাজাতীয়

সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস বিষয়টি জানান।

তিনি বলেন, ’আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সিরিজ জয় করায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই ঐতিহাসিক জয়ের জন্য ক্রিকেট দলের সকল সদস্য ও কর্মকর্তাকে অভিনন্দন জানান তিনি।’

সিরিজের তৃতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে ১০ উইকেটের ব্যবধানে হারায় টাইগাররা। এই জয়ে একটা রেকর্ডও গড়ে ফেলে তামিম ইকবালের দল। যেকোনো ফরমেটে এটাই প্রথম কোনো উইকেট না হারিয়ে জয় পেল বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button