ক্রীড়াঙ্গন
সিরিজ জিতে যা বললেন বাবর আজম

নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বাংলাওয়াশ সিরিজ জিতেছে পাকিস্তান।
শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ জয়ের কৃতিত্ব দলের সবাইকে ভাগ করে দিলেন বাবর আজম। এ সিরিজ জয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করতে সহায়ক হবেও বলে জানালেন তিনি।
পকিস্তান অধিনায়ক বললেন, ‘দল যেভাবে খেলেছে সব কৃতিত্বের দাবিদার আমাদের ক্রিকেটাররা সবাই। ডেথ ওভারের দিকে দুর্দান্ত বোলিং করেছে হারিস-নাসিমরা। আমাদের মিডলঅর্ডার আজ অসাধারণ খেলেছে।
বিশেষ করে হায়দার এবং নওয়াজ তো অবিশ্বাস্য ইনিংস খেলেছে। ধীরগতির উইকেটের কারণে টসে জিতে (ফিল্ডিং নিয়েছি)। আমাদের এখন থেকে এগিয়ে যেতে হবে এবং মাঠে পারফর্ম করতে হবে। এ জয় অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে নিশ্চিত। ’



