জেলার খবর
সিরাজগঞ্জ বেলকুচিতে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে দেশের পরিবহন খাতে দূর্ঘটনা রোধে দক্ষ গাড়ী চালক ও টেকসই জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে ১ মাস ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা চত্বরে বৈশাখী মঞ্চে এ সমাপনী অনুষ্ঠানে উপজেলার ২০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।’
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রত্না বেগম, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেন উপস্থিত ছিলেন।’
MD