জাতীয়

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত দুজন।

আজ সোমবার (১ মে) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন পঞ্চগড়ের রানু খাতুন (৩০)।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুর থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঘুরকা জোড়া ব্রিজ এলাকায় বগুড়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ, ফায়ার ব্রিগেড ঘটনাস্থল থেকে তিনজনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles

Leave a Reply

Back to top button