জাতীয়জেলার খবর

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই নারীর মৃত্যু

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই নারী আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। শনিবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার ধুনুট উপজেলার শ্যামগাঁতী গ্রামের জহির রায়হানের কলেজপড়ুয়া মেয়ে ফাতেমা খাতুন জীম (১৮) এবং জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি নম্বরবিহীন মোটরসাইকেল মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে খাদিজা চাকায় পিষ্ট হন এবং কলেজছাত্রী জিম ট্রাকের সঙ্গে ঝুলতে থাকেন। ওই অবস্থায় ধানগড়া এলাকায় পৌছালে স্থানীয়রা ট্রাকটি আটক করেন।

এ প্রসঙ্গে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আরেকজন মারা গেছেন ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায়। ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে পুলিশের কাছে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button