রাজনীতি

সিরাজগঞ্জে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে, সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশের মাধ্যমে র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে, শহরের এস.এস. রোড়স্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অ্যাডভোকেট শামসুল হক, মাওলানা আব্দুল রশীদ তর্কবাগীশ সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যলি ও শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং র‍্যালি ও শোভাযাত্রার নেতৃত্ব দেন,সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপনের জন্য স্বাগত জানান এবং র‍্যালি ও শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার আহবান ও উপস্থিতিতে আরোও উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, ফিরোজ ভূইয়া,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দানিউল হক দানী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, সদর উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত সাড়ে সাত দশক ধরে আওয়ামীলীগের পথচলা গৌরবোজ্জ্বল। দীর্ঘ এই পথচলার সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতার জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক। পৃথিবীর খুব কম সংগঠন আছে যারা ধারাবাহিক সাফল্য নিয়ে ৭৫ তম প্রতিষ্ঠা উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button