জাতীয়জেলার খবর

সিদ্ধিরগঞ্জে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় মাটিভর্তি ডাম্পট্রাকের ধাক্কায় মো. ফেরদৌস (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

ফেরদৌসকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাইফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে চিটাগাং রোড ডাচ-বাংলার সামনে একটি ডাম্পট্রাক মোটরসাইকেল আরোহী ফেরদৌসকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা তার কাছে থাকা ভোটার আইডি থেকে নাম জানতে পেরেছি। তিনি খুলনার কয়রা থানার চৌখনই গ্রামের ছত্তার হাজির ছেলে। বর্তমানে রাজধানীর উত্তরায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button