Leadক্রীড়াঙ্গন

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন তামিম

ঢাকা : হার্ট অ্যাটাকের পর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন তামিম ইকবাল। সেখান থেকে অলৌকিকভাবে ফিরে এসেছেন তিনি। সাভারের কেপিজে হাসপাতালের ডাক্তারদের চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পরই সাবেক অধিনায়ককে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনদিন থাকার পর বাড়ি ফিরেন তামিম।

পবিত্র ঈদুল ফিতরের আগেই জানা গিয়েছিল, বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে বিদেশে যাবেন তামিম। সেটা হতে পারে থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা লন্ডন। অবশেষে সিঙ্গাপুরেই নেয়া হলো দেশের সর্বকালের অন্যতম সেরা ওপেনারকে। সোমবার (০৭ এপ্রিল) রাতে দেশ ত্যাগ করেছেন তামিম।

গেল সপ্তাহেই বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য তামিম যাবেন সিঙ্গাপুরে। তবে কবে নাগাদ যাবেন সেটি অবশ্য নিশ্চিত করে বলতে পারেননি। শেষ পর্যন্ত সোমবার উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়লেন তামিম।

রাত ১২টার একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওয়ানা হন তিনি। এ সফরে তামিম ইকবালের সঙ্গী হবেন তার স্ত্রী আয়েশা আক্তার, বড়ভাই নাফিস ইকবাল এবং বন্ধু মিনহাজ।

উল্লেখ্য, সিঙ্গাপুরের ফ্যারারপার্ক (farrer park) হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মরিস চু-এর শরণাপন্ন হবেন তামিম ইকবাল বলে জাগা গেছে।

এর আগে অবশ্য দিন দশেক ছিলেন নিজের বাড়িতেই। বলা হয়েছিল, আগের তুলনায় শারীরিকভাবে বেশ ভালো ছিলেন জাতীয় দলের সাবেক এ ওপেনার।

নিউজ নাউ বাংলা / ০৮ এপ্রিল ২০২৫/ জেডআরসি

Related Articles

Leave a Reply

Back to top button