বাংলাদেশ

সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, হাইকোর্টের আদেশের পরও রাজনৈতিক দল হিসেবে তার দলকে নিবন্ধন না দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জোনায়েদ সাকির পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টে এ আবেদন করেন।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, নির্বাচন কমিশনের কাছে, গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর আবেদন করে। নির্বাচন কমিশন ২০১৮ সালের ১৯ জুন জানায় নিবন্ধন করা যাবে না। পরে সময়ে গণসংহতি আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি হাইকোর্টে রিট করলে, ২০১৯ সালের ১১ এপ্রিল গণসংহতি আন্দোলনকে রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে নিবন্ধন প্রদানের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন হাইকোর্ট।

জানান, আদালতের সুস্পষ্ট রায় ও নির্দেশ থাকার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। তাই আজ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বিরুদ্ধে আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানান ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

Related Articles

Leave a Reply

Back to top button