জাতীয়
সায়েন্স ল্যাবে বিস্ফোরণে দগ্ধ আয়েশার মৃত্যু

রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট চারজনের মৃত্যু হলো।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল পৌনে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান দগ্ধ আয়েশা আক্তার (২৬)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৫ মার্চ সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল মারা গেছেন। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত ৫ মার্চ সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনা ঘটে।