জাতীয়

সাড়ে চার লাখের বেশি চামড়া সংগ্রহ হয়েছে

ঈদুল আজহার প্রথম দুই দিনে সাড়ে চার লাখের বেশি কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ। সূত্র: বাসস
শনিবার (১ জুলাই) ঢাকার ধানমন্ডির ইম্পেরিয়াল আমিন আহমেদ সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘চামড়া ব্যবসায়িরা এ পর্যন্ত সারাদেশে সাড়ে চার লাখেরও বেশি কাঁচা চামড়া সংগ্রহ করেছে… আমাদের পরিকল্পনা অনুযায়ী, আমরা কাঁচা চামড়া সংগ্রহ করতে থাকব।’
শাহীন আহমেদ বলেন, এ বছর সারাদেশ থেকে প্রায় ৯০-৯৫ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা সরকার নির্ধারিত হারে কাঁচা চামড়া কিনছেন কিনা প্রশ্নের জবাবে বিটিএ চেয়ারম্যান দাবি করেন, ট্যানাররা সরকার নির্ধারিত হারে কাঁচা চামড়া কিনছেন।
কোরবানির ঈদকে সামনে রেখে সরকার ঢাকায় প্রতি বর্গফুট লবণ লাগানো গরুর কাঁচা চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button