রাজনীতি

সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্বেচ্ছাসেবক লীগ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

এক শোক বার্তায় তারা বলেন,  অ্যাডভোকেট সাহারা খাতুন দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন ও বিশ্বস্ত সহযোদ্ধা হিসাবে সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। তিনি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসাবে আমৃত্যু কাজ করে গেছেন। ওয়ান ইলেভেনে দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তিতে আদালত এবং রাজপথের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button