জাতীয়রাজনীতি

সাহারা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে তার বাসা সংলগ্ন বায়তুল শরফ জামে মসজিদে এই জানাজা সম্পন্ন হয়।

বেলা ১১টায় বনানী কবরস্থানে জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে বনানী কবরস্থালে মায়ের কবরে তাকে দাফন করা হবে।

এর আগে গতকাল শুক্রবার রাত ২টার দিকে বিশেষ বিমানে থাইল্যান্ড থেকে ঢাকায় নিয়ে আসা হয় সাহারা খাতুনের মরদেহ। বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি নেয়া হয় ফার্মগেট সংলগ্ন তেজগাঁওয়ে তার নিজ বাসায়।

Related Articles

Leave a Reply

Back to top button