মিডিয়াওয়াচ

সাহস আর সততার সাথে কাজ করে যাচ্ছে নিউজ নাউ বাংলা : নাজনীন মুন্নী

নিউজ নাউ বাংলা ২ শেষ করে এখন ৩ এ। শুরুতেই অনেকেই ঠিক আস্থা রাখতে পারেননি, এই প্রতিযোগিতার বাজারে আসলেও টিকে থাকবে তো এই পোর্টাল? সেই প্রশ্নের উত্তর এসেছে নিউজ নাউ বাংলার টিকে থাকার মাধ্যমেই। কেবল যে শক্তভাবে টিকে আছে এই অনলাইন পত্রিকা তাই ই নয়। এর সাংবাদিকরা অর্জন করেছেন নানা দেশী বিদেশী স্বীকৃতিও।
যে কোন মাধ্যম এগিয়ে নিতে, টিকিয়ে রাখতে দরকার সাহস আর সততা। এই দুটোর সাথে যোগ হয়েছে নিউজ নাউ বাংলারnajneen munni কর্নধার শামীমা দোলার স্পষ্টবাদিতা আর আপোষহীনতাও। নানা ব্যতিক্রমী সংবাদ এই পোর্টালকে অনেক সমৃদ্ধ করেছে।
আমি নিউজ নাও বাংলার সমৃদ্ধি কামনা করি। যেন আকাশ ছোয়া সম্মান পায় এই পোর্টালটি। প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরন্তর শুভ কামনা
নাজনীন মুন্নী
বিশেষ প্রতিনিধি ও কনটেন্ট এডিটর একাত্তর টিভি

Related Articles

Leave a Reply

Back to top button