বিনোদনসাহিত্য ও বিনোদন

সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন পূজা

বেশ কিছু দিন ধরে গুঞ্জন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের সঙ্গে নাম জড়িয়েছে পূজা হেগড়ের। রীতিমতো প্রেমের গুঞ্জন উঠেছে এই জুটিকে নিয়ে। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন পূজা।

পূজা হেগড়ে বলেন, এ বিষয়ে আমি কি বলব! আমি কেবল আমারই সম্পর্ক পড়তে থাকি। আমি সিঙ্গেল এবং সিঙ্গেল থাকতেই পছন্দ করি। সত্যিকার অর্থে, বর্তমানে আমি আমার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছি। এসব গুঞ্জন নিয়ে আমি আর বক্তব্য দিয়ে আমার সময় নষ্ট করতে চাই না।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সালমান-পূজার ‘কিসি কা ভাই কিসি কি জান’। এটি নির্মাণ করেছেন ফরহাদ সামজি। বর্তমানে এই সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন এই জুটি।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সালমান-পূজার ‘কিসি কা ভাই কিসি কি জান’। এটি নির্মাণ করেছেন ফরহাদ সামজি। বর্তমানে এই সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন এই জুটি।

‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমানের সঙ্গে আরো অভিনয় করেছেন শেহনাজ গিল, পূজা হেগড়ে, ভেঙ্কটেশ সহ এক ঝাঁক তারকা। আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

Related Articles

Leave a Reply

Back to top button