সালমানের ডাকে মুম্বাইতে যাচ্ছেন নুসরাত

টালিউডের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান হিন্দি ‘বিগ বস’ হাউসে প্রতিযোগী হিসেবে যোগ দিতে যাচ্ছেন। আপাতত কথাবার্তা চলছে পারিশ্রমিক নিয়ে। খবর: আনন্দ বাজার।
এ প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে কথা বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্রকাশ করেছে, ‘বিগ বস’-এ যোগ দেওয়ার ব্যাপারে নুসরাত জাহান হ্যাঁ বা না কোনো উত্তরই দেননি। বলেছেন, এ নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না।
অভিনেত্রীর পাশাপাশি তিনি বসিরহাট কেন্দ্রের সংসদও। বিগ বস হাউসে যাওয়া মানেই বেশ অনেক দিনের বিষয়। তখন কেন্দ্রের দায়িত্ব কে সামলাবে? আবার বাড়িতে রয়েছে একমাত্র ছোট্ট ছেলে ঈশান।
গেল কয়েক বছর থেকে ক্যারিয়ার, রাজনীত, ব্যক্তিজীবন সব কিছু নিয়েই বিতর্কিত নুসরাত। প্রেম, ব্রেকআপ, বিয়ে, ডিভোর্স, ফের প্রেম, অন্তঃসত্ত্বা, সব ক্ষেত্রেই তুমুল বিতর্ক রয়েছে তাকে ঘিরে। ফলে বিগ বসের নজরে নুসরাত।
এদিকে, এ মুহূর্তে যশ দাশগুপ্তও পা বাড়িয়েছেন মুম্বাইতে। ইতিমধ্যেই মুম্বাই রওনা দিয়েছেন তিনি।