আন্তর্জাতিক

সার্বিয়ার কয়লা খনি ধসে নিহত ৮

সার্বিয়ার সোকো কয়লা খনির সুরঙ্গের কিছু অংশ ধসে আটজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। [ খবর : দ্য ইন্ডিপেন্ডেন্ট

শুক্রবার (১ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, খনির সুরঙ্গের কিছু অংশ ধসে পড়লে শ্রমিকরা ভেতরে আটকা পড়ে। দুর্ঘটনার সময় ৪৯ জন শ্রমিক খনির ভেতরে ছিলেন।

দুর্ঘটনাস্থলের পাশের এলাকা আলেক্সিনাকের মেডিক্যাল সেন্টারের প্রধান রোডলজুব জিভাডিনোভিচ জানান, ১৮ জনকে তার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগই সামান্য আহত হয়েছেন।

প্রসঙ্গত, বেলগ্রেডের প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সোকো খনি থেকে বিংশ শতক থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। ১৯৯৮ সালে এক দুর্ঘটনায় ২৯ জন খনি শ্রমিক নিহত হন।

Related Articles

Leave a Reply

Back to top button