
রাজধানীসহ সারা দেশে করোনা চিকিত্সায় ৭৮০টি আইসিইউ পর্যয়ের বেড চালু করেছে সরকার। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ৩৫৫টি এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৪২৫টি বেড চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বেডগুলোর সঙ্গে হাই ফ্লো নেজাল ক্যানোলা ও অন্যান্য সুবিধা যুক্ত করে এগুলোকে আইসিইউ পর্যায়ে উন্নীত করা হয়েছে।