জাতীয়

সারাদেশে সপ্তাহব্যাপী লকডাউন শুরু

করোনাভাইরাসের সংক্রমণ রোধের লক্ষ্যে সারা দেশে এক সপ্তাহের লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ ৫ এপ্রিল (সোমবার) থেকে শুরু হওয়া এ লকডাউন চলবে ১১ এপ্রিল (রবিবার) পর্যন্ত।

রবিবার (৪ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে শনিবার (৩ এপ্রিল) সংক্রমণ মোকাবিলায় সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দেন ওবায়দুল কাদের।

এদিকে দেশের এক সপ্তাহ লকডাউন শুরুর প্রথম দিন অর্থাৎ আজ সোমবার থেকে সারা দেশে গণপরিবহন চলাচলও বন্ধের সিদ্ধান্ত নিয়ে সরকার। তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল দ্রব্য ও ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে কক্সবাজার সমুদ্র সৈকতসহ দেশের অধিকাংশ পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বন্ধ থাকবে। এদিন থেকে অভ্যন্তরীণ রুটেও বিমান চলাচল বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button