জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস হারুনের বিরুদ্ধে মামলা অনুমোদন

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাসের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ আগস্ট) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

কমিশনের অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়েছে, মো. হারুন-অর-রশিদ বিশ্বাস ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৮৬ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি নিজ ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংক হিসাবে ৫৭ কোটি ৭০ লাখ ১১ হাজার ৭৩৯ টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে।

এ সংক্রান্ত অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর দুদক হারুন-অর-রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি পৃথক মামলা দায়ের করে।

দুদক সূত্র জানায়, হারুন-অর-রশিদ বিশ্বাস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিএস হিসেবে দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে পুলিশ ও ফায়ার সার্ভিসে নিয়োগ-বাণিজ্যে জড়িয়ে পড়েন।

এ বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে দুদক সরকারি ও বেসরকারি ৯৯টি প্রতিষ্ঠানে তার, স্ত্রী ও মেয়ে দোয়া বিনতে রশিদের নামের নথিপত্র ও জাতীয় পরিচয়পত্র তলব করে।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি কল্যাণপুরে চারটি ফ্ল্যাট, উত্তরা সাগুফতায় জমি দখল এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

দুদকের আবেদনের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আদালত প্রায় ১০০ বিঘা জমি, পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button